সেবা প্রদান প্রতিশ্রুতি: (Citizen’s Charter)
১। ভিশন ও মিশন
ভিশন : ‘রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়
রংপুর বিভাগ, সদর দপ্তর, রংপুর ।
সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen charter)
মিশন : বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা; কারাগারের কঠোর নিরাপত্তা ও বন্দিদের মাঝে শৃঙ্খলা বজায় রাখা, বন্দিদের সাথে মানবিক আচরণ করা; যথাযথভাবে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীর সাথে সাক্ষাৎ নিশ্চিত করা এবং একজন সুনাগরিক হিসাবে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে প্রয়োজনীয় মোটিভেশন ও প্রশিক্ষণ প্রদান করা৷
২। প্রতিশ্রুতি সেবাসমূহ:
২.১) নাগরিক সেবা
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবামূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
বন্দি সংক্রান্ত প্রদত্ত সেবা
|
||||||
১. |
তথ্য সরবরাহ |
কারা উপ মহাপরিদর্শক বরাবর আবেদন দাখিল সাপেক্ষে কারাবন্দি বা কারা ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য, উপাত্ত ও পরিসংখান সরবরাহ করা হয়। |
তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা-২০০৯ এ নির্দেশিত ফরমে আবেদন করতে হবে। |
বিনামূল্য; যে সব তথ্য সরবরাহে সরকারি অর্থ খরচ হয় সে ক্ষেত্রে নির্ধারিত অর্থ প্রদান করতে হয়। |
আবেদন দাখিলের পর সর্বোচ্চ ১-১৫ দিন। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবামূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
২. |
বন্দির আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ ও ফোন বুথ |
বিভাগস্থ কারাগারে আটক বন্দিদের জেল কোড, মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশানুযায়ী বন্দির প্রকৃতিভেদে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ ও ফোন বুথের মাধ্যমে টেলিফোনে কথা বলতে পারেন। দেখা সাক্ষৎ ও ফোন বুধ সংক্রান্তে কোন তথ্য কেউ জানতে চাইলে চাহিবামাত্র তা জানানো হয়। |
বিভাগস্থ কারা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম। |
সাক্ষাৎ বিনামূলে ও ফোন কলের জন্য বন্দিদের পিসি কার্ড হতে মিনিটপ্রতি ০১.০০ টাকা কাটা হয়। |
তাৎক্ষণিক/আবেদন দাখিলের পর সর্বোচ্চ ০৩ ঘন্টা। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৩. |
বন্দি স্থানান্তর |
মামলা সংক্রান্ত প্রশাসনিক বা অবস্থানের কারণে বন্দিদের বিভাগস্থ এক কারাগার হতে অন্য কারাগারে বদলি/ স্থানান্তর করা হয় । বন্দি, তার আত্মীয় অথবা কারাগার হতে বদলীর আবেদন পাওয়ার পর এ সংক্রান্তে সিদ্ধান্ত প্রদান করা হয়।
|
বন্দি কর্তৃক কারা কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন অথবা বন্দির আত্মীয়-স্বজন কর্তৃক নির্ধারিত ফরমে/সাদা কাগজে আবেদন করতে হবে। |
বিনামূল্যে |
তাৎক্ষণিক/আবেদন দাখিলের পর সর্বোচ্চ ১-১৫ দিন। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৪. |
বন্দির চিকিৎসা সেবা |
কারা কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত পত্র যাচাই-বাছাইপূর্বক অসুস্থ বন্দিদের বিভাগস্থ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদান করা হয়।
|
কারা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্মারকপত্রের মাধ্যমে আবেদন করতে হবে। |
বিনামূল্যে |
তৎক্ষণিক/আবেদন দাখিলের পর সর্বোচ্চ ১-১০ দিন। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৫. |
বন্দি প্রশিক্ষণ ও পুনর্বাসন |
বিভাগস্থ কারাগারসমূহ পরিদর্শনকালীন বন্দিদের বিভিন্ন আধুনিক ট্রেডে প্রশিক্ষণ প্রদানে কারা কর্তৃপক্ষকে উদ্বুদ্ধকরণসহ সমাজের আত্বনির্ভরশীল ও উপাh©bÿg ব্যাক্তি হিসেবে সমাজের মূল শ্রোতে ফিরে এসে পুনর্বাসিত হতে পারে সে লক্ষে প্রয়োজনীয় নির্দেশনা/মোটিভেশন প্রদান করা হয়।
|
নির্ধারিত সময়ে কারাগার পরিদর্শনকালীন ও বন্দী দরবারে |
বিনামূল্যে |
তাৎক্ষণিক |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৬. |
বন্দি কল্যাণ |
পুরুষ কারাবন্দিদের সরকারিভাবে উৎপাদন শাখার মাধ্যমে বাঁশ ও বেতের জিনিসপত্র তৈরীর পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন শৌখিন জিনিসপত্র যেমন-বিভিন্ন প্রকার শোপিস, কলমদানী, টিস্যু বক্স কাভার, কার্ড হোল্ডার ইত্যাদি তৈরীসহ মহিলা বন্দিদের সেলাই প্রশিক্ষনের সাথে নকশী কাঁথা, পুথি ও বুটিক-বাটিক এর কাজ শেখানো ও এর থেকে অর্জিত লভ্যাংশ বন্দিদের প্রদান করা হয়।
|
নির্ধারিত সময়ে কারাগার পরিদর্শনকালীন ও বন্দী দরবারে |
বিনামূল্যে |
তাৎক্ষণিক |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবামূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
৭. |
বন্দিদের জন্য বরাদ্দকৃত খাবারের মান ও পরিমাণ যাচাইকরণ |
কারাগার পরিদর্শনকালীন বন্দিদের জন্য নির্ধারিত খাবারের গুনগত মান ও স্কেল অনুযায়ী পরিমান যাচাইপূর্বক কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।কেউ এ সংক্রান্তে জানতে চাইলে চাহিত তথ্য সরবরাহ করা হয়।
|
নির্ধারিত সময়ে কারাগার পরিদর্শনকালীন |
বিনামূল্যে |
তাৎক্ষণিক |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৮. |
কারা ক্যান্টিনের মাধ্যমে মালামাল/ পণ্য বিক্রয় |
বিভাগস্থ প্রতিটি কারাগারের ভিতর ও বাহির ক্যান্টিনে শুকনা/প্যাকেটজাত পণ্য গায়ের রেটে (MRP) বিক্রয় ও রান্নাকরা/ভেজা পণ্য ন্যয্যমূল্যে বিক্রয়ের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদানসহ তদারকী করা হয়। পরিদর্শনকালীন এ সংক্রান্তে কোন সমস্য পরিলক্ষিত হলে তা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়। |
নির্ধারিত সময়ে কারাগার পরিদর্শনকালীন |
বিনামূল্যে |
তাৎক্ষণিক |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৯. |
সাক্ষাৎকার/ মতামত/ অভিযোগ গ্রহণ |
আবেদনের মাধ্যমে অথবা সরাসরি হাজির হয়ে। |
লিখিত আবেদন/সরাসরি সাক্ষাৎকার |
বিনামূল্যে |
তাৎক্ষণিক |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
২.২) প্রাতিষ্ঠানিক সেবা:
|
||||||
১. |
কারাগার পরিদর্শন |
কোন সরকারি-বেসরকারি সংস্থা আর্ন্তজাতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান রংপুর বিভাগস্থ কারাগারসমূহ পরিদর্শন করতে চাইলে সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্বোধনপূর্বক অত্র দপ্তরের মাধ্যমে কারা অধিদপ্তর আবেদন করতে হয়। বিভাগীয় দপ্তরের যাচাই-বাছাইপূর্বক অনুমোদনের জন্য কারা অধিদপ্তরে প্রেরণ করা হয়। |
পরিদর্শনের দিন, তারিখ, লক্ষ, উদ্দেশ্য, পরিদর্শনকারীগণের তথ্য-উপাত্ত সন্নিবেশ করত: আবেদন করতে হবে। |
বিনামূল্যে |
আবেদন দাখিলের সময় ১-১৫ দিন। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
২. |
কারা ঠিকাদার হিসেবে অন্তর্ভুক্ত করণ |
কোন ঠিকাদারী ব্যক্তি বা প্রতিষ্ঠান রংপুর বিভাগস্থ কারাগারসমূহে স্টাফ/বন্দীদের খাদ্যদ্রব্য ও বিবিধ দ্রব্য সরবরাহ করতে চাইলে কারা ঠিকাদার হিসেবে অন্তভুক্তির লক্ষ্যে অত্র দপ্তরের মাধ্যমে কারা অধিদপ্তরে আবেদন করতে হয়। বিভাগীয় দপ্তরের যাচাই-বাছাই পূর্বক অনুমোদনের জন্য কারা অধিদপ্তরে প্রেরণ করা হয়। |
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় দালিলিক প্রমাণাদি সংযুক্ত করতে হবে। নির্ধারিত ফরম অত্র অফিস হতে সংগ্রহ করা যাবে। |
বিনামূল্যে |
আবেদন দাখিলের সময় ১-১৫ দিন। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবামূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
৩ |
বিভিন্ন সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সেবা |
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধরণের স্বাস্থ্যগত প্রোগ্রাম, যেমন-এইচআইভি স্ক্রিনিং, টিউবার কুলোসিস (টিবি সনাক্তকরণ ও চিকিৎসা) এছাড়াও অন্যান্য কমিউনিকেবল ডিজিস প্রোগ্রামগুলো সম্পন্ন করতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পুর্নাঙ্গ সহযোগিতা করা হয়। |
যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা/অনুমোদনের পত্রাদি দাখিল করতে হবে। |
বিনামূলে |
তাৎক্ষণিক |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৪ |
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনাবাহীনি, নৌবাহীনি বা অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রশিক্ষন প্রদান |
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনাবাহীনি, নৌবাহীনি বা অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক সময়ে সময়ে বিভিন্ন প্রকার প্রশিক্ষন কার্যক্রম সম্পন্ন করতে চাইলে সংশ্লিষ্টদের চাহিদা মোতাবেক জনবল নিয়োগপূর্বক পুর্নাঙ্গ সহযোগীতা করা হয়। |
যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা/অনুমোদনের পত্রাদি দাখিল করতে হবে। |
বিনামূল্যে |
তৎক্ষণিক/আবেদন দাখিলের পর সর্বোচ্চ ১-১০ দিন। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
২.৩) অভ্যন্তরীণ সেবা:
|
||||||
১. |
বদলি/পদায়ন |
রংপুর বিভাগস্থ কারাগারসমূহে প্রধান কারারক্ষী, সহকারী প্রধান কারারক্ষী, কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের এক কর্মস্থল হতে অন্য কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়।বিশেষ প্রয়োজন বা প্রশাসনের স্বার্থে যেকোন সময় বদলি করা হয়ে থাকে। তবে গার্ডিং স্টাফগণ পারিবারিক, ব্যক্তিগত, মানবিক, চিকিৎসাজনিত, সন্তানের লেখাপড়া, পাবলিক পরীক্ষা ইত্যাদি প্রয়োজনে বদলির আবেদন দাখিল করতে পারেন। এরূপ আবেদন প্রাপ্তির পর যাচাই-বাছাই সাপেক্ষে পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় বদলীর সিদ্ধান্ত প্রদান করা হয়। |
নির্ধারিত ফরমে, যথাযথ প্রক্রিয়ায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হয়। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির পর ০১ মাস। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
২. |
বিভিন্ন প্রকার ছুটি মঞ্জুর |
বিভাগস্থ কারাগারগুলোতে কর্মরত সিনিয়র জেল সুপার ও জেল সুপারগণকে অর্জিত ও নৈমিত্তিক (বহি: বাংলাদেশ ব্যতীত) ছুটি প্রদান করা হয়। |
নির্ধারিত ফরমে স্মারকপত্রের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির পর ০১ মাস। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবামূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
৩. |
বিভাগীয় মামলার রায় প্রদান |
বিভাগস্থ কারাগারসমূহে কর্মরত গার্ডিং স্টাফদের বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করত: ব্যক্তিগত শুনানী ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে রায় প্রদান করা হয়। |
তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্ত প্রতিবেদন অত্র দপ্তরে দাখিল করতে হবে। |
বিনামূল্যে |
প্রতিবেদন পাওয়ার পর ০১ মাস। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৪. |
চিকিৎসা সহায়তা প্রদান |
কারা কর্মকর্তা কর্মচারীদের অসুস্থতাজনিত কারণে আর্থিক সহায়তার জন্য কারা অধিদপ্তরকে সম্বোধনপূর্বক অত্র দপ্তরের মাধ্যমে আবেদন করতে হয়। বিভাগীয় দপ্তরের যাচাই-বাছাইপূর্বক অনুমোদনের জন্য কারা অধিদপ্তরে প্রেরণ করা হয়। |
১. নির্ধারিত ফরমে, যথাযথ প্রক্রিয়ায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হয়। ২. চিকিৎসকের ব্যবস্থাপত্র ৩. চিকিৎসার জন্য ব্যয়িত অর্থের রশিদ। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির পর ০৭ দিন। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৫. |
খাদ্যদ্রব্য দরপত্র মূল্যায়ন । |
বিভাগস্থ কারাগারসমূহে বন্দিদের জন্য বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যের দরপত্র পিপিআর ও সরকারি আর্থিক বিধিবিধান অনুসরণপূর্বক দরপত্র আহ্বান ও উন্মুক্তকরণ শেষে কারা অধিদপ্তরের নির্দেশানুযায়ী উক্ত দরপত্রসমূহের মূল্যায়ন কমিটির সভাপতি হিসেবে মূল্যায়ন কার্যক্রম সম্পাদন করা হয়।
|
মূল্যায়নের ক্ষেত্রে পিপিআর অনুযায়ী মূল দরপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র দাখিল করতে হয়। |
বিনামূল্যে |
পিপিআর অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র মূল্যায়ন
|
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৬ |
বিবিধদ্রব্যের ত্রৈমাসিক অনুমোদন ও বরাদ্দ প্রদান। |
রংপুর বিভাগস্থ কারাগারগুলোর স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য সাধারণ ও উৎপাদন শাখার বিবিধ দ্রব্যের দরপত্রসমূহ যাচাইপূর্বক অনুমোদন প্রদানসহ ত্রৈমাসিক ভিত্তিতে বরাদ্দ প্রদান করা হয়। |
অনুমোদনের জন্য বিবিধ দ্রব্য দরপত্রের যাবতীয় নথিপত্র এবং বরাদ্দের জন্য প্রয়োজনীয় চাহিদাপত্র প্রেরণ করতে হয়। |
বিনামূল্যে |
প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে অনুমোদন ও বরাদ্দ প্রদান করা হয়। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৭. |
জিপিএফ হতে অগ্রিম উত্তোলনের মঞ্জুরী প্রদান |
বিভাগস্থ কারাগারসমূহে গার্ডিং স্টাফদের জিপিএফ হতে অগ্রিম উত্তোলনের আবেদন দাখিল করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইপূর্বক জিপিএফ বিধিমালা অনুসরণ করে অনুমোদন প্রদান করা হয়। |
নির্ধারিত ফরমে, যথাযথ প্রক্রিয়ায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হয়। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির পর ০৭ দিন। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবামূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
৮. |
এনওসি প্রদান |
বিভাগস্থ কারাগারসমূহে গার্ডিং স্টাফগণ পাসপোর্ট করার অনুমতি চাইলে অনুমতিসহ এনওসি প্রদান করা হয়। |
নির্ধারিত ফরমে, যথাযথ প্রক্রিয়ায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হয়। |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির পর ১০ দিন। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
৯. |
উচ্চ শিক্ষা গ্রহণের অনুমতি প্রদান |
বিভাগস্থ কারাগারসমূহের গার্ডিং স্টাফগণ যদি চাকরির পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণে ইচ্ছুক হন; তবে তাদের শর্ত সাপেক্ষে এইচএসসি, ডিগ্রি পাস কোর্স, অনার্স, মাস্টার্স, এলএলবিসহ বিভিন্ন কোর্সে ভর্তির অনুমতি প্রদান করা হয়। |
১. যথাযথ প্রক্রিয়ায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হয়। ২. অনিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে হবে। ২. ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক দাখিল করতে হয়।
|
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির পর কমপক্ষে ০১ মাস। |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিজে-০১৭৫০২০০৩০১ পদবী কারা উপ-মহাপরিদর্শক রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০ (-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর) |
জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম
বিজে-০১৭৫০২০০৩০১
পদবী কারা উপ-মহাপরিদর্শক
রংপুর বভিাগ,সরদ দপ্তর,রংপুর
মোবাইল নম্বর ০১৭৬৯-৯৭১০০০
(-০২৫৮৯৯৬১৯৮৭ (দপ্তর)